ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডা. আব্দুল্লাহর স্ত্রীর মৃত্যুতে স্পিকারসহ বিশিষ্টজনদের শোক

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ২ ফেব্রুয়ারি ২০২১  
ডা. আব্দুল্লাহর স্ত্রীর মৃত্যুতে স্পিকারসহ বিশিষ্টজনদের শোক

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর স্ত্রী মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তারা পৃথক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মারা যান মাহমুদা বেগম।

গত ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহমুদা বেগম। করোনাভাইরাস থেকে সেরে উঠলেও পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

মাহমুদা বেগম রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়