ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে বট গাছের ডাল পড়ে শ্রমিক নিহত

মেডিক‌্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২১  
রাজধানীতে বট গাছের ডাল পড়ে শ্রমিক নিহত

রাজধানীর সবুজবাগের কুসুমবাগ এলাকায় বট গাছের ডাল পড়ে নজরুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

বুধবার ( ৩ ফেব্রুয়ারি) সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নজরুল ইসলাম মোল্লার গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলার মৃত শাহের মোল্লার সন্তান। বর্তমানে তিনি খিলগাঁও তালতলা চৌরাস্তার ঝিলপাড় এলাকায় থাকতেন। তার তিন ছেলে ও এক মেয়ে আছে।

নিহতের সহকর্মী মোতালেব জানান, সকাল সাড়ে ১০টার দিকে সবুজবাগের কুসুমবাগ কালিতলা নামক স্থানে একটি আটতলা ভবনের নির্মাণ কাজ করার সময় রুপোশে মালামাল উঠানোর সময় হঠাৎ রুপশটি ছিঁড়ে একটি বট গাছের ওপর পড়ে। পরে বট গাছের একটি ডাল নজরুল ইসলাম নামের ওই শ্রমিকের মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা/বুলবুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়