ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পিডিরা প্রকল্প এলাকায় না থাকলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৬:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২১
পিডিরা প্রকল্প এলাকায় না থাকলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রকল্প এলাকায় কোনো প্রকল্প পরিচালক (পিডি) যদি না থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়ার সময় তিনি এই নির্দেশ দেন। 

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেন। 

একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

পরিকল্পনামন্ত্রী জানান , প্রধানমন্ত্রী বলেছেন, অনেক প্রকল্প পরিচালক রয়েছেন, যারা প্রকল্প এলাকায় না গিয়ে ঢাকায় বসে থাকেন। এজন্য তাদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানন্ত্রী।

ঢাকা/হাসিবুল/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়