ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পোশাকর্মীদের জরায়ু ক্যানসার চিকিৎসা দিলো হেলো

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২১  
পোশাকর্মীদের জরায়ু ক্যানসার চিকিৎসা দিলো হেলো

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে চট্টগ্রামে তৈরি পোশাক শ্রমিকদের (নারী) বিনামূল্যে ‘জরায়ু ক্যানসার’ পরীক্ষা করেছে বেসরকারি পেশাজীবী ও গবেষণা প্রতিষ্ঠান হেলদিহার্ট হ্যাপী লাইফ অরগাইনেজশন (হেলো)।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নগরীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) হার্মেন্টস সেভেন সেকশন লিমিটেডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। হেলোর প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মহসীন আহমদের সভাপত্বিতে এ কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ ডা. সাহেনা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী এবং চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো.  ফয়সাল ইকবাল চৌধুরী।

‘জরায়ুর মুখে ক্যানসার’ প্রতিরোধে সচেতনতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফাহমিদা শিরিন। 

বক্তব্য রাখেন সেকশন সেভেন লিমিটেডের পরিচালক বিপ্লব বড়ুয়া, অধ্যাপক ডা. এরশাদউদ্দিন।  

অনুষ্ঠানের সভাপতি ডা. মহসীন আহমদ বলেন, হেলো এতদিন দেশের সুবিধাবঞ্চিতদের মাঝে হৃদরোগ বিষয়ে সচেতনতা ও চিকিত্সা সেবা দিয়ে আসছে।  আজকের অনুষ্ঠানের মাধ্যমে হেলো ক্যানসার রোগ সচেতনতা ও চিকিত্সা সেবা কার্যক্রম শুরু করলো।  ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ডা. সাহেনা আক্তার বলেন,  হেলো যে উদ্যোগ গ্রহণ করেছে,  এ কর্মসূচি সমাজের অন্যান্য সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্রহণ করলে জরায়ু ক্যানসার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।  

শিশির/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়