ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ৫ ফেব্রুয়ারি ২০২১  
কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে মুসলমানদের ওপর নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিবিএসএস অনলাইন ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৌফিক আহমেদ তফছিরের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন সংগঠনের মহাসচিব ও গাজী টিভির প্রযোজক শফিকুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা এমদাদুল হক ছালেক, জ‌্যেষ্ঠ সাংবাদিক ও মাদার জান্নাত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এমএমআই সবুজ খান, কালিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান হিরা প্রমুখ।

বক্তারা বলেন, ‘পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে লাগাতার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তারা নিরীহ আজাদ কাশ্মিরবাসীকে স্বাধীনভাবে চলতে দিচ্ছে না। বাকস্বাধীনতা হরণ করছে। নারী ও শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সবচেয়ে বেশি।’

তারা আরও বলেন, ‘বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক মহলের কাছে দাবি জানাচ্ছি, পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরদ্ধে অবিলম্বে দ্রুত ব্যবস্থা নিন। যাতে কোনোভাবেই আজাদ কাশ্মীর ও বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন না হয়।’

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়