ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাজাহান খানের বক্তব্যের প্রতিবাদ জানালো নিসচা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ৬ ফেব্রুয়ারি ২০২১  
শাজাহান খানের বক্তব্যের প্রতিবাদ জানালো নিসচা

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান এমপি যে বক্তব্য দিয়েছেন, এর প্রতিবাদ জানিয়েছে নিসচার রাজশাহী জেলা শাখা।

রাজশাহী জেলা শাখা শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ‘নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ব্যক্তিস্বার্থে কিছু করেননি। তাই তার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দিলে এর বিরুদ্ধে দেশব্যাপি সর্বস্তরের মানুষকে নিয়ে অতীতের মতো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহীতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন আইন-২০১৮ নিয়ে কথা সাবেক মন্ত্রী শাজাহান খান। তখন তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন একজন বিজ্ঞ বিশেষজ্ঞ। উনি বলেন এই আইনের যদি সংশোধন হয়, তাহলে বাংলাদেশ হেরে যাবে। কত বড় বেকুব হলে এ কথা বলতে পারেন, আমি আশ্চর্য হয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘ইলিয়াস কাঞ্চন কিন্তু বাংলাদেশের শ্রমিকদের বিরুদ্ধে, মানে কঠোর যা যা করা যায়, সবকিছুর জন্য কিন্তু উনি নানাভাবে অবাস্তব কিছু প্রস্তাবও দিয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকে আমরা সর্বশেষ পরিস্থিতি দেখে তাকে অবাঞ্ছিত ঘোষণা করবো।’

নিসচার প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন-২০১৮ প্রণয়ন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করার পর এর গুরুত্ব বিবেচনা করে সকলের মতামতে তা প্রণয়নের নির্দেশ দেন। সকলের মতামতে আইনটি পরবর্তীতে জারি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের আইনটি সম্পর্কে সকলকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। সুতরাং নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সম্পর্কে যে বিরূপ মন্তব্য করা হয়েছে, তা কখনো মেনে নেওয়া যায় না।’

যারা বিবৃতি দেন, তাদের মধ্যে রয়েছেন- নিসচার রাজশাহী জেলা শাখার সভাপতি তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মামুনার রশীদ প্রমুখ।

তানজিমুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়