ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ২৮ প্রবাসী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২১
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ২৮ প্রবাসী

গত ২৪ ঘণ্টায় পৃথক ৩২টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৫ হাজার ৪৬২ জন যাত্রী। এর মধ্যে যুক্তরাজ্য থেকে আসা নতুন ২৮ জনকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে যুক্তরাজ্য থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা যাত্রীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩২৭ জনে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত একদিনে দেশে আসা বাকি পাঁচ হাজার ৪৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডা. সৈকত বলেন, গত ২৪ ঘণ্টায় ইকে-৫৮২ ফ্লাইটের ৫ জন, কিউআর ৬৪০ ফ্লাইটের ৭ জন, এসবি-৮০৪ ফ্লাইটের ৩ জন, টিকে-৭১২ ফ্লাইটের ৫ জন, এসবি-৩৫৮০ ফ্লাইটের ৩ জন, এলএলএল ফ্লাইটের একজন এবং ইকে ৫৮৪-ফ্লাইটের ২ জনসহ মোট ২৮ জনকে আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়। পরে তাদের পছন্দ অনুযায়ী  সরকার নির্ধারিত আবাসিক হোটেলে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

হাসান/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়