ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনার টিকা নিচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২১  
করোনার টিকা নিচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

করোনাভাইরাসের টিকা নিচ্ছেন বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানকে টিকা দেওয়ার মধ্য দিয়ে সচিবালয় ক্লিনিকে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়।

সচিবালয় ক্লিনিকে দুটি বুথ খোলা হয়েছে। যারা টিকা নিতে নিবন্ধন করেছেন, তাদের কাগজ যাচাই করে টিকা দেওয়া হচ্ছে।

সচিবালয় ক্লিনিকের প্রধান সহকারী আলী আকবর বলেছেন, ‘সচিবালয় ক্লিনিকে টিকা নিতে যারা নিবন্ধন করেছেন, তাদের মধ‌্যে ২০০ জনকে রোববার টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিন যাদের টিকা দেওয়া হবে, ইতোমধ্যে তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে।’

স্বাস্থ‌্য সেবা বিভাগের অফিস সহকারী মো. রাসেল বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার পর কোনো সমস্যা বোধ করছি না। আমি ভালো আছি। আপনারা সবাই টিক নিন।’

সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়ার পর স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব শাহাদত খন্দকার বলেন, ‘টিকা নেওয়ার পর আমার কোনো সমস্যা হচ্ছে না। এখনও বড় বড় দেশ টিকা পায়নি, সেখানে আমরা বিনামূল্যে টিকা নিচ্ছি। টিকা নিয়ে ভালো লাগছে। ভয়ের কিছুই নেই। আপনারাও টিক নিন।’

টিকা প্রয়োগের দায়িত্বে থাকা সচিবালয় ক্লিনিকের সেবিকা রোকেয়া বলেন, ‘এ কার্যক্রমে নিজেকে যুক্ত করতে পেরে গর্ব বোধ করছি।’

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়