ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘করোনা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত হবেন না’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২১  
‘করোনা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত হবেন না’

করোনার ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালে করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

খাদ‌্যমন্ত্রী জানান, টিকা নেওয়ার পর তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছেন না।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘স্বাধীনতার সময় থেকেই একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। যখন ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয়, তখন তারা বলেছিল, ভ্যাকসিন এ দেশে আসবে না। ভ্যাকসিন দেশে এসেছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।’

তিনি আরও বলেন, ‘এখনও পৃথিবীর অনেক দেশ করোনার ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

‘আমরা মন্ত্রীরা ভ্যাকসিন নিলাম। পরে যেন এই অপপ্রচারকারীরা আবার না বলে যে, জনগণকে রেখে সরকারের মন্ত্রী-এমপিরা ভ্যাকসিন নিয়েছে আগে,’ বলেন খাদ‌্যমন্ত্রী।

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন; সর্বোপরি জাতিকে সুস্থ রাখতে সাহায্য করুন। কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।’

বাংলাদেশের জনগণের জন্য দ্রুততম সময়ে করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন খাদ‌্যমন্ত্রী।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়