ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সস্ত্রীক টিকা নিলেন পানিসম্পদ উপমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২১  
সস্ত্রীক টিকা নিলেন পানিসম্পদ উপমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে করোনার টিকা প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় কর্মসূচির দ্বিতীয় দিনে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এবং তার স্ত্রী।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে টিকা নেন তারা।

টিকা নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সারা দেশে গতকাল রোববার (৭ ফেব্রুয়ারি) করোনার টিকা প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে সারা দেশে ৩১ হাজার ১৬০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরে টিকা পেয়েছেন ৫ হাজার ৭১ জন।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে। করোনা মোকাবিলায় প্রত‌্যেককে এ টিকার দুটি ডোজ নিতে হয়।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়