ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২১  
‘২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে’

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বিগত এক যুগে দেশে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে।  এ উন্নয়নের ধারাবাহিকতায় ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি আয়োজিত ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি খালেদ এম এইচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৯৬ থেকে ২০০১ সাল ছিলো বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ, প্রধানমন্ত্রী দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসেছিলেন। পৃথিবীতে যখন মন্দা চলছিলো তখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতির চাকা সচল ছিলো। দ্রব্যমূল স্বাভাবিক ছিলো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দেশের কৃষি খাতে বিপ্লব হয়েছে, উত্তরববঙ্গ থেকে মঙ্গা দূর হয়েছে, ভাটি অঞ্চলের অভাব দূর হয়েছে এবং দেশে ভিক্ষাবৃত্তির হার কমেছে।’

প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ‘সরকারের বিগত এক যুগে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। দক্ষিণবঙ্গের সঙ্গে সংযোগ স্থাপনকারী স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব, দেশের প্রতিটি মহাসড়ক ইউরোপের মতো উন্নত। মেট্রোরেল ও কর্ণফুলী টানেলসহ নানা মেগা প্রকল্প দেখে স্বাধীনতাবিরোধীদের মাথা নষ্ট হয়ে গেছে।’

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিটি গ্রামে শহরের মতো বিদ্যুৎ, যোগাযোগ অবকাঠামো, শিক্ষার মান নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ ধারাবাহিকতা বজায় থাকলে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। 

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়