ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আরও ১ লাখ ঘর তৈরি করে দিচ্ছি: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৯:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২১
আরও ১ লাখ ঘর তৈরি করে দিচ্ছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের অনুকূলে আরও ১ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে, জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা আরও ১ লাখ ঘর তৈরি করে দিচ্ছি।’

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নবনির্বাচিত মেয়র ও কউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে ওই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এলাকায় দেখবেন, কোনো লোক গৃহহীন আছে কি না। আপনারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবেন, আমরা ঘর করে দেব। একটি মানুষও গৃহহীন থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘২০২০ সালে মুজিববর্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত আমরা সময় নিয়েছি। এই সময়ের মধ্যে আমরা চাই, বাংলাদেশের প্রতিটি গৃহহীন-ভূমিহীন মানুষ ঘর পাবে, ঠিকানা পাবে। বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে।’

যেসব জায়গায় গ্রিড লাইন আছে, সেখানে শতভাগ বিদ্যুতায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। যেসব জায়গা দুর্গম হওয়ায় গ্রিড লাইন নেওয়া সম্ভব নয়, সেসব জায়গায় সোলার প্যানেল ও সাবমেরিন কেবলের মাধ‌্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান শেখ হাসিনা।

জনগণকে করোনার ভ‌্যাকসিন নেওয়ার জন‌্য উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভ্যাকসিন নিলেও মাস্ক পরে থাকতে হবে, হাত ধুতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজের পাশাপাশি অন্যের সুরক্ষা নিশ্চিত করার জন্যই এটা করতে হবে।’

মেয়র রেজাউল করিম চৌধুরীর শপথ পড়ান প্রধানমন্ত্রী। কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।

গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) নির্বাচন হয়। শেখ হাসিনা নবনির্বাচিত মেয়র এবং কমিশনারদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে দেশের মানুষের কল্যাণ করা, তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করা—এটাই যেন লক্ষ্য হয়।’

ঢাকা/পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়