ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের আতঙ্ক ছিলেন সাংবাদিক নূর’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২১  
‘যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের আতঙ্ক ছিলেন সাংবাদিক নূর’

শাহীন রেজা নূর (ফাইল ফটো)

বরেণ্য সাংবাদিক ও সংগঠক শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) শোক বিবৃতিতে তিনি বলেন, ‘সাংবাদিক নূর যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকগোষ্ঠির আতঙ্ক ছিলেন। যুদ্ধাপরাধী বা তাদের সমর্থকদের রক্তচক্ষুকে কখনো ভয় পাননি তিনি।’

উল্লেখ্য, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে মারা গেছেন শাহীন রেজা নূর। তিনি অগ্ন‌্যাশয় ক্যানসারে ভুগছিলেন।

‘প্রজন্ম একাত্তর’ গড়ে তোলায় নেতৃত্ব দেওয়া শাহীন রেজা নূর জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ‌্য দিয়েছিলেন।

শাহীন রেজা নূর মুক্তিযুদ্ধকালে শহীদ হওয়া সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়