ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘সরকার পৌরসভা নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সাভার উপজেলার তেতুলঝড়া-ভাকুর্তা এলাকায় ওয়েল্ডফিল্ড প্ল‌্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সব নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য অঙ্গীকারাবদ্ধ। নির্বাচন নিয়ে সব দেশে বাড়তি উত্তেজনা বিরাজ করে। নির্বাচনকালে কিছু অনাঙ্ক্ষিত ঘটনাও ঘটে, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেন, ‘ঢাকা শহর ছাড়াও গ্রামাঞ্চলে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ চলছে। এসডিজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৭০ ভাগ ভূউপরিস্থ পানি ব্যবহারের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এর আগেই লক্ষ্যে পৌঁছে যাবে বাংলাদেশ।’

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহীম এবং ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে ঢাকা ওয়াসা ওই প্ল‌্যান্ট থেকে রাজধানীর মিরপুর এলাকায় দৈনিক ১৫ কোটি লিটার পানি সরবরাহ করছে।

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়