ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু-পঙ্গুত্বে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২১
কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু-পঙ্গুত্বে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দাবি

কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা পঙ্গুত্বে ক্ষতিপূরণের পরিমাণ আজীবন আয়ের সমান নির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। 

ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, যুগ্মসম্পাদক খুরশিদ আলম মিথুন, অর্থ সম্পাদক সাইফুল শরিফ, মাফিজুল ইসলাম শামীম, আহমেদ জীবন প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংশোধিত শ্রম আইনের শ্রমিক স্বার্থবিরোধী ধারাগুলো বাতিল করতে হবে। একইসঙ্গে কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা পঙ্গুত্বে ক্ষতিপূরণের পরিমাণ আজীবন আয়ের সমান করতে হবে।  শ্রমিকের মুনাফায় অংশগ্রহণ, চাকরি অবসানকালীন সুবিধার প্রাপ্তি নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি নির্ধারণের সুযোগ দিতে হবে। এছাড়া, আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসারে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করারও দাবি জানানো হয়। 

ঢাকা/মামুন/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়