ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মন্দির-প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২১  
মন্দির-প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তারের দাবি

ঢাকাসহ কয়েকটি জেলায় মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

জোটের সভাপতি সাজেন বলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা বাগচী, সহ-আন্তর্জাতিক সম্পাদক নরেশ হালদার প্রমুখ।

মানববন্ধনে অভিযোগ করা হয়, সরস্বতী পূজা শুরুর প্রাক্কালে ঢাকার নবাবগঞ্জের শাল্লা বটতলা মন্দির, যশোরের সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, জামালপুরের সরিষবাড়ী, দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা, কিশোরগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়ীয়া, কুড়িগ্রামসহ সারা দেশে অনেক প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

তারা বলেন, ‘সারা দেশেই এক শ্রেণির উগ্রপন্থী মানুষ প্রতিমা পূজার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প এতটা প্রকট যে, হিন্দু সম্প্রদায়ের মানুষদের বসবাস ক্রমেই কঠিন হচ্ছে। জমিদখল, মন্দির-প্রতিমা ভাঙচুর এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার করার দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় বিক্ষোভ সমাবেশসহ ব্যাপক গণআন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়