ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস সঠিকভাবে জানাতে হবে’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২০ ফেব্রুয়ারি ২০২১  
‘নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস সঠিকভাবে জানাতে হবে’

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ফাইল ফটো)

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালি জাতির আত্মপরিচয়ের মাইলফলক, বাঙালির চেতনার উন্মেষে অনির্বাণ দীপশিখা। তাই ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে আরও জানার জন্য।’

শনিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স চত্বরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্পিকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার অ‌্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ও জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসিফ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। আরও বক্তব্য রাখেন—সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি এ কে এম জি কিবরিয়া মজুমদার এবং সহ-সভাপতি মো. তারিক মাহমুদ।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়