ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশ-ভারত সম্পর্কযুক্ত সংবাদ প্রকাশে যত্নবান হতে হবে: তথ‌্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ-ভারত সম্পর্কযুক্ত সংবাদ প্রকাশে যত্নবান হতে হবে: তথ‌্যমন্ত্রী

বন্ধু রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্কযুক্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে যত্নবান হতে হবে।’
 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ‌্যাসোসিয়েশন বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষখ সেমিনারে  তথ‌্যমন্ত্রী এসব কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন,‘সম্প্রতি দেখেছি, করোনা টিকা নিয়েও কিছু ভুল, অসত্য সংবাদ আমাদের দেশে এবং ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়েছে। যা দুদেশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির উপক্রম করেছে। পরে ভারতীয় কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনের মাধ‌্যমে তা নিরসন করা হয়েছে।’ 

তথ‌্যমন্ত্রী বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত শুধু সহায়তাই করেনি, আমাদের মুক্তিকামী মানুষের সঙ্গে তাদের সেনাবাহিনী যুদ্ধ করেছে। মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে ভারতের সেনাবাহিনীর সদস্যদের রক্তও মিশে আছে।  বাংলাদেশের এক কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে, ভারতের মানুষের এই অবদান, ভারতের অবদান, ভারতের সেনাবাহিনীর আত্মদান বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’  

ইমক্যাব সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।  অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ। 

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক হারুন হাবীব। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ।

নঈমুদ্দীন/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়