ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কক্সবাজারে ওয়ালটনের ব‌্যবসায়িক সম্মেলন শুরু

অগাস্টিন সুজন, কক্সবাজার থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২১
কক্সবাজারে ওয়ালটনের ব‌্যবসায়িক সম্মেলন শুরু

ওয়ালটনের আয়োজনে কক্সবাজারে শুরু হলো দেশের ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীদের সর্ববৃহৎ সম্মেলন। দুই দিনব‌্যাপী এ সম্মেলন চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

করোনা মহামারি পরবর্তী ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় নিয়ে কক্সবাজারের পাঁচ তারকা মানের ‘হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’তে ওই সম্মেলনে অংশ নিচ্ছেন সারা দেশের ৩ সহস্রাধিক ব্যবসায়ী। যাদের মধ‌্যে রয়েছে ওয়ালটনের পরিচালনা পর্ষদ, ডিস্ট্রিবিউটর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় আতশবাজির মাধ‌্যমে সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম আশরাফুল আলম ও এস এস মাহবুবুল আলম এবং ব‌্যবস্থাপনা পরিচালক প্রকৈৗশলী গোলাম মুর্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ‌্যাডিশনাল ম‌্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম‌্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম‌্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, তানভীর রহমান, ফিরোজ আলম, আনিসুর রহমান মল্লিক, মোস্তফা নাহিদ হোসেন, মফিজুর রহমান, আল ইমরান প্রমুখ।

ওয়ালটনের নির্বাহী পরিচালক আমিন খানের সঞ্চালনায় ‘মিট দ‌্য পার্টনারস’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী দিনে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন অঞ্চলের প্রায় ২ হাজার ডিস্ট্রিবিউটর এবং এরিয়া ম্যানেজার।

এর আগে গত দুদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্তের ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীরা কক্সবাজারে আসতে থাকেন।  তাদের আগমনে পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপ উৎসবে রূপ নেয়।  সম্মেলন উপলক্ষে হোটেল রয়েল টিউলিপের সামনে সমুদ্র সৈকতের পাড়ে তৈরি করা হয়েছে সুবিশাল উন্মুক্ত মঞ্চ। বর্ণিল ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে পুরো কক্সবাজার শহর।

সম্মেলনের দ্বিতীয় দিন ২৪ ফেব্রুয়ারি বুধবার যোগ দেবেন ওয়ালটন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মার্সেলের ডিস্ট্রিবিউটর এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১ হাজার ব্যবসায়ী।

সম্মেলনে বিভিন্ন অঞ্চলের সেরা ডিস্ট্রিবিউটর এবং ডিলারদের পুরস্কৃত করা হবে।  প্রতিদিনই থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সুজন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়