ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২১

স্থগিত থাকা পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তারা কলেজের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেছেন, ‘আমরা ছাত্রদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’

স্থানীয় বাসিন্দা ও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনার্সের বিভিন্ন বর্ষের পরীক্ষা স্থগিত থাকায় ছাত্রছাত্রীরা ব‌্যাপক সেশনজটে পড়ছেন। তাই পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা।

এদিকে, ছাত্রদের বিক্ষোভের কারণে তিতুমীর কলেজের সামনে ও আশপাশের রাস্তায় অনেক যানবাহন আটকা পড়েছে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় তীব্র যানজট ছিল।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়