ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পিলখানায় নিহতদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১
পিলখানায় নিহতদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা 

পিলখানা তৎকালীন বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থান এ শ্রদ্ধা জানানোর সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। পরে মন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও নীরবতা পালন করেন। তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানায় যে জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, হৃদয়বিদারক। তবে সরকার এ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন চূড়ান্ত পর্যায়ে করছে।  সেক্ষেত্রে জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাজা হবে।

২০০৯ সালের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরকে (বর্তমানে বিজিবি) রক্তাক্ত করে বাহিনীর কিছু সদস্য।  তাদের হাতে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। হত্যা মামলার দুই ধাপ বিচার শেষ হয়েছে। আর বিস্ফোরক মামলায় এখনও সাক্ষ্য গ্রহণ চলছে।
 

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ