ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিয়ে রেজিস্ট্রেশন ডিজিটাল করার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১
বিয়ে রেজিস্ট্রেশন ডিজিটাল করার দাবি

বিয়ে রেজিস্ট্রেশন ডিজিটাল করার দাবি জানিয়েছে এইড ফর মেন ফাউন্ডেশন।

শনিবার (২৭ ফেব্রুআরি) দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে রাকিবের করা মামলার সুষ্ঠু তদন্ত ও বিবাহ রেজিস্ট্রেশন ডিজিটাল করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক খান। 

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ‘বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল না হওয়ার কারণে বিয়ে সংক্রান্ত তথ্য গোপন করার মাধ্যমে প্রতারণার মাত্রা দিন দিন বেড়েই চলছে। তথ্য যাচাই-বাছাই  প্রক্রিয়া সহজলভ্য না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশিরভাগ মানুষ। এ ক্ষেত্রে ডিজিটালাইজড করা হলে অবশ্যই এই প্রতারণার হার কমে যাবে।

এ সময় তিনি নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে রাকিবের করা মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। সুষ্ঠু তদন্তকে যেন কোন শক্তিশালী মহল প্রভাবিত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে আহ্বান করেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা  সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসাইন, ঢাকা জেলা শাখার আহবায়ক হাদিউজ্জামান পলক ও যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনসহ আরও অনেকে।

ঢাকা/মনির/হাসান/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়