ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১ মার্চ ২০২১  
পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশবাসী দেখেছে একজন পুলিশ সদস্যকে কীভাবে পেটানো হচ্ছে। তারপরও পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে। পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। 

সোমবার (১ মার্চ) দুপুরে মিরপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, ‘কোনো দিন দেখিনি প্রেসক্লাবের ভেতর পুলিশ প্রবেশ করে। তবে যেভাবে ভেতর থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিলো সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের দু’একজন সদস্য প্রবেশ করতে পারেন। আর তারা যেভাবে মারামারি করেছে তা কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে চেষ্টা করেছে পুলিশ। এতে বোঝা যায় পুলিশ ওই পরিস্থিতিতে কী ধরনের ধৈর্যের পরিচয় দিয়েছে।’

মন্ত্রী বলেন, ‘দেশ ও জাতির সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। বিভিন্ন অভিযানে এবং মহামারি করোনায় অনেক পুলিশ সদস্য মারা গেছেন। তাদের এ আত্মত্যাগ কোনভাবেই ভোলার নয়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের উন্নয়নে নানা ধরনের কাজ করে যাচ্ছে। যা আগামীতেও অব্যাহত থাকবে। একটি আধুনিক পুলিশ বাহিনী গড়তে যা যা করার তার সব কিছুই করা হবে।’

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়