ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রে মুশতাকের মৃত্যু নিয়ে কেউ কথা তোলেননি: ড. মোমেন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১ মার্চ ২০২১  
যুক্তরাষ্ট্রে মুশতাকের মৃত্যু নিয়ে কেউ কথা তোলেননি: ড. মোমেন

যুক্তরাষ্ট্র সফরকালে সে দেশের বিভিন্ন নেতার সঙ্গে আলাপ হলেও কেউই আল জাজিরার প্রতিবেদন এবং মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে কোনো কথা তোলেননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।  

তিনি বলেন, বাংলাদেশে কিছু হলেই, বিদেশি দূতাবাসগুলো উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়, যেগুলো বন্ধ হওয়া উচিত।

যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফরে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, কয়েকজন কংগ্রেসম্যান ও জাতিসংঘ মহাসচিবসহ অনেকের সঙ্গে বৈঠক হয়েছে। কোনো বৈঠকে কেউ আল জাজিরার প্রতিবেদন বা মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেননি। শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বাংলাদেশি সংবাদকর্মীরাই এসব নিয়ে প্রশ্ন করেছেন।

তিনি বলেন, ‘ভয়েস অব আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ আরো দুই/একটা টিভি এটা নিয়ে প্রশ্ন করেছে। আমরা বলেছি, আল জাজিরা একটা নাটক লিখেছে। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে যে তা একেবারেই বেমানান।’
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিভিন্ন দেশে হত্যাকাণ্ডসহ নানা ঘটনা ঘটে, বাংলাদেশ বা অন্য দেশ সেগুলো নিয়ে নাক গলায় না। কিন্তু বাংলাদেশে কিছু ঘটলে বিদেশি দূতাবাস কী বলে সেদিকে তাকিয়ে থাকে গণমাধ্যম। 

পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ সোমবার ঢাকায় ফিরেছেন।

ঢাকা/হাসান/এসএন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়