ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেলুন ও পায়রা উড়িয়ে তৃতীয় জাতীয় ভোটার দিবস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ২ মার্চ ২০২১   আপডেট: ১০:২৪, ২ মার্চ ২০২১
বেলুন ও পায়রা উড়িয়ে তৃতীয় জাতীয় ভোটার দিবস উদ্বোধন

বেলুন ও পায়রা উড়িয়ে তৃতীয় বারের মতো দেশে পালন করা হচ্ছে জাতীয় ভোটার দিবস-২০২১।

মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সকাল সাড়ে ৯ টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এই দিবসের উদ্বোধন করেন।

এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন, ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিবসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, এ বছর করোনা মহামারির কারণে সীমিত পরিসরে ভোটার দিবস উদযাপন করা হচ্ছে। 

বাংলাদেশে গণতন্ত্রের পদযাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে জাতীয় ভোটার দিবস উদযাপনের প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের ৮ এপ্রিল ২০১৮ তারিখে অনুষ্ঠিত সভায় তা সরকারের অনুমোদন লাভ করে।

সরকারের সিদ্ধান্ত অনুসারে সে সময় প্রতিবছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালনের সিদ্ধান্ত হয়।  পরবর্তীতে ১মার্চের পরিবর্তে ২মার্চ জাতীয় ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকা/হাসিবুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়