ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাপুলের আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৩ মার্চ ২০২১  
পাপুলের আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত আজ

কুয়েতের আদালতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের আসনে উপনির্বাচন ও ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপ ভোটের তফসিলের বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে ইসি।

বুধবার (৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বেলা ৩টায় কমিশন সভার আহ্বান করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ৭৭তম সভাটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে এজেন্ডার মধ্যে রয়েছে, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন, ইউপির প্রথম ধাপের তফসিল, ষষ্ঠ থাপে পৌরসভা নির্বাচনের তফসিল, যশোর পৌরসভা ও অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভা নির্বাচন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি পাপুলের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

পাপুলের আসন শূন্য ঘোষণা করা গেজেটে বলা হয়, কুয়েতে ফৌজদারি আদালত থেকে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্খলনজনিত অপরাধে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নয়।  সে কারণে সংবিধানের ৬৭(১)(ঘ) অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে তার আসন (২৭৫ লক্ষ্মীপুর-২) শূন্য ঘোষণা করা হয়েছে।
আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর ইসি থেকে জানানো হয়েছিল, রোজার আগেই আসনটিতে ভোট করার চিন্তা করবে কমিশন।

ঢাকা/হাসিবুল/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়