ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা চিকিৎসা সহায়তায় মালদ্বীপ গেল বাংলাদেশের মেডিক্যাল টিম

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪১, ৩ মার্চ ২০২১  
করোনা চিকিৎসা সহায়তায় মালদ্বীপ গেল বাংলাদেশের মেডিক্যাল টিম

মালদ্বীপে করোনার টিকাদান কর্মসূচিতে সহায়তা দিতে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর ১৮ সদস্যের একটি মেডিক্যাল টিম দেশটিতে গেছে।

আজ বুধবার (৩ মার্চ) দলটি মালদ্বীপ পৌঁছেছে। এই টিমে আছে একজন অ্যানেসথোলজিস্ট, ১০ জন নার্স ও ৭ জন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের মেডিক্যাল টিমকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসানসহ দূতাবাসের কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপ সরকারের অনুরোধে এই মেডিক্যাল টিম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দেশটির করোনার টিকাদান কর্মসূচিতে সহায়তা করবেন টিমের সদস্যরা। তারা দুই-তিন মাস মালদ্বীপে অবস্থান করবেন।

হাসান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়