ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সীমান্তে নো ক্রাইম, নো কিলিং: জয়শঙ্কর

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৪ মার্চ ২০২১   আপডেট: ১৬:২৭, ৪ মার্চ ২০২১
সীমান্তে নো ক্রাইম, নো কিলিং: জয়শঙ্কর

প্রেস ব্রিফিংয়ে ড. এ কে আব্দুল মোমিন ও ড. এস জয়শঙ্কর

সীমান্তহত‌্যাকে দুঃখজনক বলে মন্তব‌্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘সীমান্তে নো ক্রাইম নো কিলিং। আমরা চাই না, একজন মানুষও মারা যাক।’

বৃহস্পতিবার (৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশ-ভারতের  সব সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।’

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন জানিয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাসের পরবর্তী সময়ে মোদির এটাই প্রথম বিদেশ সফর।’

পানিবণ্টন নিয়ে জয়শঙ্কর বলেন, ‘উভয় দেশের মধ্যে পানিবণ্টন নিয়ে আমরা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে কাজ করছি। ভারত আগের অবস্থানে রয়েছে। এই বিষয়ে আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ আমাদের দেশের জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে অনেক অগ্রগতি হয়েছে। বাংলাদেশ আমাদের কাছে শুধু একজন প্রতিনিধি নয়, সারা বিশ্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। আমাদের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে,  আমরা শুধু আলোচনার মাধ্যমেই যেকোনো সংকটের সমাধান করতে পারি।’

জয়শঙ্কর উন্নয়নশীল দেশের স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সম্পূর্ণ নিজের কাজ ও যোগ্যতায় এটি অর্জন করেছে।’ তিনি আরও বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে  বাংলাদেশের পাশে থাকবে ভারতে। আর এ দুদেশের মধ্যে উন্নয়নকে কেন্দ্র করে অনেক সম্ভাবনা আছে। সেটা খুঁজে বের করতেই এ সফরে আসা।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা, অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। 

বাংলাদেশ-ভারত সত্যিকারের বন্ধু: জয়শঙ্কর 

হাসান/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়