ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এইচ টি ইমামের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৪ মার্চ ২০২১   আপডেট: ১৭:৩৫, ৪ মার্চ ২০২১
এইচ টি ইমামের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত‌্যুতে শোক জানিয়েছেন বিশিষ্টজনেরা।

এইচ টি ইমাম বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

এইচ টি ইমামের অবদান জাতি স্মরণ করবে: রওশন
এইচ টি ইমামের মৃত্যুতে শোক প্রকাশ করে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা উত্তর বাংলাদেশে এইচ টি ইমামের অসামান্য অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। 

অর্থমন্ত্রীর শোক
এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এক শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। 

পররাষ্ট্র মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক
এইচ টি ইমামের মৃত্যুতে শোকবার্তায় গভীর শোক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাজনীতিতে এ প্রবীণ রাজনীতিবিদের অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।

পরিকল্পনামন্ত্রীর শোক
এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক 
এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

বস্ত্র ও পাটমন্ত্রীর শোক 
এইচটি ইমামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। 

সিইসির শোক
এইচ টি ইমামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

আইজিপির শোক
এইচ টি ইমামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।  এক শোকবার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এইচটি ইমাম মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক
তার মৃত্যুতে গভীর শোক করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।  তিনি বলেন, তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। 

আসাদ/মাকসুদ/নঈমুদ্দীন/হাসান/হাসিবুল/হাসনাত/সাইফ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়