ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন করবে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ৪ মার্চ ২০২১  
উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন করবে পুলিশ

সম্প্রতি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে বাংলাদেশ। জাতীয় এ অর্জন দেশব্যাপী উদযাপন করবে পুলিশ।

এ উপলক্ষে শুক্রবার (৫ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা এসব তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপি গত শুক্রবার (২৬ রাতে) রাতে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে সুপারিশ করার কথা জানায়। নিউ ইয়র্কে সিডিপির পাঁচ দিনব্যাপী ত্রিবার্ষিক পর্যালোচনা সভা শেষে এ ঘোষণা আসে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়