ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দাখিলের ৩ বিষয়ের খাতা অন্য শিক্ষক দিয়ে মূল্যায়নের সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৪ মার্চ ২০২১  
দাখিলের ৩ বিষয়ের খাতা অন্য শিক্ষক দিয়ে মূল্যায়নের সুপারিশ

দাখিল পরীক্ষার বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের খাতা অন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের দিয়ে মূল্যায়ন করার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান কমিটি।

বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির একাদশ বৈঠকে এ সুপারিশ করা হয়।

আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মো. মাহবুব উল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান।

বৈঠকে যেকোনো মাদ্রাসা প্রতিষ্ঠার আগে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদন নেওয়ার সুপারিশ করা হয়। মাদ্রাসার প্রাত্যহিক কাজ শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করার সুপারিশ করে সরকারি প্রতিষ্ঠান কমিটি। গভর্নিং বডির সভাপতি মনোনয়নে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ গ্রহণের নীতিমালা কঠোরভাবে অনুসরণ এবং অ‌্যাডহক কমিটি গঠনের প্রবণতা বন্ধ করার সুপারিশ করা হয়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন সংস্থার প্রধানসহ শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়