Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৬ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১ ১৪২৮ ||  ০৭ রবিউল আউয়াল ১৪৪৩

আগামী ৪৮ ঘণ্টায় দেশে বজ্রবৃষ্টির সম্ভবনা

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৫ মার্চ ২০২১  
আগামী ৪৮ ঘণ্টায় দেশে বজ্রবৃষ্টির সম্ভবনা

আগামী ২ দিন বা ৪৮ ঘণ্টায় দেশের কিছু কিছু স্থানে বজ্র বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৫ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।  

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহেদুর রহমান জানান, আজ (৫ মার্চ) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে৷ তিনি বলেন, তবে আগামী সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানান আবহাওয়াবিদ শাহেদুর রহমান। 

হাসিবুল/বকুল  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়