ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফেনীতে বিস্ফোরণ: দগ্ধ মা-মেয়ের অবস্থা আশঙ্কাজনক 

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৬ মার্চ ২০২১   আপডেট: ১৫:০৮, ৬ মার্চ ২০২১
ফেনীতে বিস্ফোরণ: দগ্ধ মা-মেয়ের অবস্থা আশঙ্কাজনক 

ফেনীতে বাসায় বিস্ফোরণের পর লাগা আগুনে দগ্ধ মা ও মেয়েকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার (৬ মার্চ) ভোরে তাদের হাসপাতালে আনা হয়।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান,  আগুনে মেহেরুন্নেছার (৩৮) শরীরের ৪৬ শতাংশ ও তার মেয়ে হাফসার (১৫) শরীরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। দু’জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক।

মেহেরুন্নেছার বড় মেয়ে ফারাহ ইসলামের (১৮) হাতে ২ থেকে ৩ শতাংশ দগ্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

হাফসার ফুপাতো ভাই আরিফুর রহমান জানান, হাফসার বাবা মাহবুবুল ইসলাম আরব আমিরাতে থাকেন। ফেনী শহরের ছয় তলা বাড়ির পাঁচ তলাতে মা ও দুই মেয়ে ভাড়া থাকতেন। হাফসা স্থানীয় হলি ক্রিসেন্ট স্কুলে পড়ে। ফারাহ এবার উচ্চ মাধ্যমিক পাস করেছেন। 

উল্লেখ‌্য, শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুল সংলগ্ন শফিক ম্যানশনে বিস্ফোরণ হয়।

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়