ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাতিকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেছিল’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৬ মার্চ ২০২১   আপডেট: ২২:১৮, ৬ মার্চ ২০২১
‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাতিকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেছিল’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতিকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেছিল। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর থেকেই সারা দেশে প্রতিরোধ আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছিল। তারই অংশ হিসেবে গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম যুদ্ধ শুরু হয়।’

শনিবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে এবং বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহায়তায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ হয়েছিল ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুর ও চৌরাস্তায়। স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার আগে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পর বঙ্গবন্ধুর নির্দেশনায় এই সশস্ত্র প্রতিরোধ মুক্তিকামী বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছিল। ইতিহাসের স্বার্থে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাফিজা খাতুন। বক্তব‌্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশের খবরের সম্পাদক ও বিজেআরএফ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, প্রথম সশস্ত্র প্রতিরোধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুদল বারী, ঢাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ‌্যাডভোকেট আবদুল বাতেন প্রমুখ।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়