ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘৭ই মার্চের ভাষণ অস্বীকার করা মানে স্বাধীনতাকে অস্বীকার করা’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৭ মার্চ ২০২১  
‘৭ই মার্চের ভাষণ অস্বীকার করা মানে স্বাধীনতাকে অস্বীকার করা’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ৭ই মার্চের ভাষণকে অস্বীকার করার অর্থ বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা।

রোববার (৭ মার্চ) ৭ ই মার্চ উপলক্ষে রূপগঞ্জে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন পাটমন্ত্রী। 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালির নয়, সারা বিশ্বের নেতা। ৭ মার্চের ভাষণ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সম্পদ। পরাধীন জাতির মুক্তির একটি ঐতিহাসিক বার্তা। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত মানুষের কণ্ঠস্বর। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে সমগ্র বাঙালি জাতি মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমরা বাঙালিরা যুদ্ধের প্রস্তুতি নিই। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দুরদর্শী সিদ্ধান্তের কারণে আজ দেশের মানুষ টিকা পাচ্ছে। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে আমাদের সহায়তা করতে হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নূসরাত, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান ভূইয়া ছিলেন।

 

ঢাকা/আসাদ/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়