ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধস: উদ্ধার কাজ চলছে

রাইজিংবিডি রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১৪ মার্চ ২০২১   আপডেট: ১২:৫৯, ১৪ মার্চ ২০২১
এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধস: উদ্ধার কাজ চলছে

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের (বিআরটি) গার্ডার ভেঙে চীনা নাগরিকসহ ৪ জন আহত হয়েছেন।  রোববার (১৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনা স্থলে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ করছেন।  ইতিমধ্যেই আহত ও আটকাপড়াদের উদ্ধার করা হয়েছে। 

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গার্ডার ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি।

আহত চার জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি আরও জানান, এটা কীভাবে ভেঙে পড়লো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

##এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধস, চীনা নাগরিকসহ আহত ৪

মাকসুদ/মিথুন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়