ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পানি উন্নয়ন বোর্ডের শূন্য পদে নিয়োগের সুপারিশ 

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৪ মার্চ ২০২১  
পানি উন্নয়ন বোর্ডের শূন্য পদে নিয়োগের সুপারিশ 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তরের শূন্য পদে নিয়োগ ও পদায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, নুরুন্নবী চৌধুরী, এ. এম. নাঈমুর রহমান, সালমা চৌধুরী উপস্থিত ছিলেন।

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ভুবনেশ্বর নদী পুনঃখনন এবং পোনা নদী ও ভুবনেশ্বর নদীর ভাঙন থেকে বিভিন্ন স্থাপনা ও সম্পদ রক্ষা প্রকল্পের কাজ আগামী জুনের মধ্যে সম্পন্নের সুপারিশ করেছে কমিটি। বাজেট প্রণয়নের সময় সঠিকভাবে প্রকল্পের ব্যয় নির্ধারণ ও নির্ধারিত মেয়াদকালের মধ্যে প্রকল্প সম্পন্ন করার সুপারিশও করা হয়। যাতে পরে প্রকল্পের ব্যয় ও মেয়াদকাল বাড়াতে না হয়।

ঢাকা/আসাদ/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়