ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিদেশি বিনিয়োগ টানতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ সুইডিশ মন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১৪ মার্চ ২০২১  
বিদেশি বিনিয়োগ টানতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ সুইডিশ মন্ত্রীর

আলোচনা সভায় সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী পার ওলসন ফ্রিড

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ টানতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী পার ওলসন ফ্রিড। 

রোববার (১৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার ধারণা: সুইডিশ মডেল ও আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সভায় মূল বক্তব্য দেন পার ওলসন ফ্রিড। অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পার ওলসন ফ্রিড বলেন, ‘বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার সুপারিশ পাওয়ার পরিপ্রেক্ষিতে বিদেশি বিনিয়োগ টানতে প্রস্তুতি নিতে হবে। সুইডিশ বিনিয়োগ পেতে ক্লিন এনার্জি ও সোশ্যাল ডায়ালগে গুরুত্ব দিতে হবে।’

ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশি পণ্য ইউরোপের বাজারে আরও সহজে রপ্তানির ক্ষেত্রে সুইডেনের সহযোগিতা চান।

রোহিঙ্গা সমস্যা সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। এখন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়