ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্বাস্থ্যবিধি নিশ্চিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১৫ মার্চ ২০২১   আপডেট: ১৬:৪৭, ১৫ মার্চ ২০২১
স্বাস্থ্যবিধি নিশ্চিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।  

সোমবার (১৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাহিদ মালেক বলেন, দেশে করোনার সংক্রমণ বাড়ছে। দেশের সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় দিবসের অনুষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছে কি না— জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ কমিয়ে আনতে হাসপাতাল ও ক্লিনিকগুলোর কার্যক্রম সঠিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

 


 

ঢাকা/আসাদ/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়