ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন‌্যবাদ জানালেন তথ‌্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ১৬ মার্চ ২০২১  
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন‌্যবাদ জানালেন তথ‌্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ করায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন‌্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৬ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাম পরিবর্তনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি লিখেছিলাম। মন্ত্রিপরিষদ সেটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠায়। রাষ্ট্রপতি সেটি অনুমোদন দেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট হয়েছে। এজন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, তথ্য মন্ত্রণালয় তথ্য প্রদান বা সরকারের কাজগুলো জনসমক্ষে তুলে ধরা ছাড়াও সম্প্রচারের কাজটি করে আসছে। এজন্য আমরা চাচ্ছিলাম, এই মন্ত্রণালয়ের নাম কাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ হোক। সে কারণে আমরা নাম পরিবর্তন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করার প্রস্তাব করি।’

মন্ত্রণালয়ের নামের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ড. হাছান মাহমুদ জানান, বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার। সে সরকারের সময়ে এ মন্ত্রণালয়ের নাম ছিল তথ্য ও বেতার মন্ত্রণালয়। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন দেশ পরিচালনা করছিলেন, তখন এ মন্ত্রণালয়ের নাম দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ১৯৮২ সালে নাম পরিবর্তন করে তথ্য মন্ত্রণালয় করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘এখন যেহেতু সম্প্রচারের কাজটি দেখভাল করি, করা আমাদের দায়িত্ব; সে কারণে কাজের সঙ্গে মিল রেখেই নাম পরিবর্তিত হয়েছে। এছাড়া, ভারত ও পাকিস্তানে এ মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং সচিব খাজা মিয়া উপস্থিত ছিলেন।  

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়