ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশ-মালদ্বীপ ৪ সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১৮ মার্চ ২০২১   আপডেট: ১৬:১৬, ১৮ মার্চ ২০২১
বাংলাদেশ-মালদ্বীপ ৪ সমঝোতা স্মারক সই

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ৪টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট  ইব্রাহিম মোহাম্মদ সলিহর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব এমওইউ সই হয়। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

এদিকে, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা আড়াইটায় মালদ্বীপের কমিউনিটির সঙ্গে সলিহর আলোচনার কর্মসূচি রয়েছে।

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর তার সম্মানে বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় ভোজে যোগ দেবেন তিনি। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। শুক্রবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

সূত্র: বাসস

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়