ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘বঙ্গবন্ধুর তুলনা শুধুই বঙ্গবন্ধু’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১৮ মার্চ ২০২১  
‘বঙ্গবন্ধুর তুলনা শুধুই বঙ্গবন্ধু’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক বলেছেন, ‘বঙ্গবন্ধুর ৬ দফাই ছিল স্বাধীনতার মূল মন্ত্র। তিনি বাঙালিকে শিখিয়েছেন, কীভাবে দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে হয়। সারা বিশ্বে বঙ্গবন্ধুর তুলনা শুধুই বঙ্গবন্ধু। তার আদর্শ বাঙালির মাঝে চিরকাল বেঁচে থাকবে। বঙ্গবন্ধু আজও আমাদের মাঝে উজ্জ্বল, ভাস্বর ও স্বমহিমায় উদ্ভাসিত।’

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাটমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজারও বাধা অতিক্রম করে, ঘাত-প্রতিঘাত সহ্য করে দূরদৃষ্টি, বিচক্ষণতা, রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।’

এ সময় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, বিটিএমসি‘র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. শাহ আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বস্ত্র ও পাটমন্ত্রী এবং সচিব বিটিএমসি ভবনে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়