ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তরুণ নেতৃত্ব গড়বে সোনার বাংলা’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১৮ মার্চ ২০২১  
‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তরুণ নেতৃত্ব গড়বে সোনার বাংলা’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তরুণ নেতৃত্ব গড়ে তুলবে সোনার বাংলা।

বৃহস্পতিবার (১৮ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনই ছিল শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তরুণ নেতৃত্ব ভবিষ্যৎ সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে- এই হোক জাতির পিতার জন্মশতবার্ষিকীর প্রত্যয়। 

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, বঙ্গবন্ধু যা বিশ্বাস করতেন তাই ৭ মার্চের ভাষণে ঘোষণা দিয়েছিলেন।  তারই নেতৃত্বে যুদ্ধ জয় করে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এবং অনন্য সংবিধান।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু তার বিশালত্ব দিয়ে সব নেতাকর্মীকে ভালোবাসতেন এবং সঠিক সময়ে সঠিক দিক-নির্দেশনা দিতেন। এরই ফলশ্রুতিতে তিনি মহান নেতা হয়ে উঠেছিলেন।

সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এতে সভাপতিত্ব করেন।  সভায় উপ-সচিব এস এম মঞ্জুর কবিতা আবৃত্তি, পরিচালক তারিক মাহমুদ 'অসমাপ্ত আত্মজীবনী' থেকে পাঠ, উপ-পরিচালক সামিয়া রুবাইয়াত হোসাইন 'কারাগারের রোজনামচা' থেকে পাঠ করেন। 

অনুষ্ঠানে উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, সহকারী সচিব আসিফ হাসান, আবুল খায়ের উজ্জ্বল বক্তব্য রাখেন। 

আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়