ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে এসেছে ব্যারিস্টার মওদুদের মরদেহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১৮ মার্চ ২০২১  
দেশে এসেছে ব্যারিস্টার মওদুদের মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতউল্লাহ বুলুসহ শীর্ষ নেতারা।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ব‌্যারিস্টার মওদুদের মরদেহ বিমানবন্দর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হিমঘরে নেওয়া হয়েছে। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আগামীকাল (১৯ মার্চ) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সকাল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা হবে। সকাল ১১টায় পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে দ্বিতীয় জানাজার পর হেলিকপ্টারে করে নোয়াখালীতে নেওয়া হবে ব‌্যারিস্টার মওদুদের মরদেহ। নোয়াখালীর বসুরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলা মাঠে পুনরায় জানাজা শেষে পারিবারিক করবস্থানে বাবা-মার কবরের পাশে দাফন করা হবে ব‌্যারিস্টার মওদুদ আহমদকে।

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়