ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আবার চালু হচ্ছে ঢাকা-যশোর বিমান ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২২ মার্চ ২০২১  
আবার চালু হচ্ছে ঢাকা-যশোর বিমান ফ্লাইট

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মার্চে বন্ধ ঘোষণার পর আবার চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-যশোর ফ্লাইট।

সোমবার (২২ মার্চ) বিমানের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, আগামী ২৮ মার্চ থেকে ঢাকা-যশোর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চলবে। এখন থেকে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে তিনটির পরিবর্তে দশটি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্র্যাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

প্রসঙ্গত, বিমানের বহরে নতুন তিনটি ড্যাশ এইট যুক্ত হওয়ার পর লকডাউন শেষে গত জুনে বন্ধ তিনটি রুট চালুর পাশাপাশি নতুন অভ্যন্তরীণ রুট চালু করে বিমান। পাশাপাশি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হয়। কিন্তু যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট বন্ধ ছিল। 

হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়