ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করছে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২২ মার্চ ২০২১  
করোনা প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করছে পুলিশ

করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচার চালিয়েছে পুলিশ। 

সোমবার (২২ মার্চ) সকালে রাজধানীর শাহবাগ মোড়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না, তাদের মাস্ক পরিয়ে দেয় পুলিশ।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ রাইজিংবিডিকে বলেন, ‘সকাল থেকেই শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। এ সময় জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।’

একই দিন রমনা থানা এলাকাতেও জনসচেতনামূলক কর্মসূচি পালন করা হয়। রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। ঘরের বাইরে বের হলে সবাইকে মাস্ক পরতে হবে।’

পুলিশ কমকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (২১ মার্চ) থেকে রাজধানীর ৫০টি থানা এলাকায় করোনা রোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে পুলিশ। যা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, এখন জনসমাবেশ করতে হলে পুলিশের অনুমতি নিতে হবে। সমাবেশে যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়