ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বনানীর শের টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ২২ মার্চ ২০২১   আপডেট: ১৯:৩৮, ২২ মার্চ ২০২১
বনানীর শের টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীতে শের টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ১৪ তলা বিশিষ্ট ওই ভবনে নর্দার্ন বিশ্ববিদ্যালয় অবস্থিত।

সোমবার (২২ মার্চ) সন্ধ্যার পরপরই ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার রাইজিংবিডিকে জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হতাহতের খবরও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পর ওই ভবনের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন।

শের টাওয়ারের পাশেই বহুল আলোচিত এফআর টাওয়ার। ২০১৮ সালে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত‌্যু হয়।

ঢ‌াকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়