ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আগাম সতর্কবার্তা ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাষ্ট্রপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২২ মার্চ ২০২১   আপডেট: ২১:৪৫, ২২ মার্চ ২০২১
আগাম সতর্কবার্তা ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ফাইল ফটো)

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আগাম সতর্কবার্তা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’

২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে সোমবার (২২ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

আবহাওয়া ও জলবায়ুর অন্যতম বৈশ্বিক নিয়ামক হিসেবে সমুদ্রে নিয়মিত পর্যবেক্ষণ অক্ষুণ্ন রাখার জন্য শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলেও মত প্রকাশ করেছেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য, পূর্বাভাস এবং আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে।’

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২১’ উদযাপনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে সমুদ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই এ বছরের বিশ্ব আবহাওয়া দিবসের প্রতিপাদ্য ‘সমুদ্র, আমাদের জলবায়ু ও আবহাওয়া’ যথাযথ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মো. আবদুল হামিদ বলেন, ‘টেকসই উন্নয়নে জাতিসংঘ ২০২১-২০৩০ পর্যন্ত সময়কে সমুদ্রবিজ্ঞান দশক হিসেবে চিহ্নিত করেছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও সম্যক ধারণা অর্জনের জন্য সমুদ্রবিষয়ক জ্ঞান অর্জন অপরিহার্য। গ্রিন হাউজ গ্যাস দ্বারা বায়ুমণ্ডলে আবদ্ধ তাপশক্তির বেশিরভাগই সমুদ্র সংরক্ষণ করে, যা জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য সমুদ্রের তাপমাত্রা ও উচ্চতা বৃদ্ধি অনুধাবনে ব্যাপক পর্যবেক্ষণ ও গবেষণা অপরিহার্য।’

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এ দেশের আবহাওয়া ও জলবায়ু সমুদ্রের ওপর বহুলাংশে নির্ভরশীল। ফসল উৎপাদন, মৎস্য চাষসহ অন্যান্য আর্থ-সামাজিক কর্মকাণ্ড আবহাওয়া ও জলবায়ুর গতি-প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়