ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আগামীকাল থেকে দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২৪ মার্চ ২০২১  
আগামীকাল থেকে দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা

আগামীকাল থেকে দেশে তাপমাত্রা কমতে পারে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৪ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানান, দেশে বর্তমানে মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে। যার জন্য প্রচণ্ড গরম অনুভব হচ্ছে। তবে আগামীকাল থেকে দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।  আশা করছি আগামী তিনদিনের মধ‌্যে তাপপ্রবাহ কমে যাবে। আর চলতি মাসের শেষের দিকে দেশে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আজ আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী এবং পাবনা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এবং আগামী তিনদিনের মধ‌্যে তা কমে যাবে।

এছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অপরদিকে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকা/ হাসিবুল/বুলাকী 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়