ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঢাকা-বরিশাল রুটে পুনরায় বিমানের ফ্লাইট চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৬ মার্চ ২০২১  
ঢাকা-বরিশাল রুটে পুনরায় বিমানের ফ্লাইট চালু

করোনা পরিস্থিতির কারণে এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল রুটে আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় বরিশাল বিমানবন্দরের লাউঞ্জে ফিতা কেটে ঢাকা-বরিশাল রুটে পুনরায় বিমানের ফ্লাইট উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

কানাডায় তৈরি ড্যাস-৮ মডেল এবং ৪০০ সিরিজের বিমান আজ প্রথম দিন ফ্লাইট পরিচালনা করে। এ বিমানে আসন ৭২টি।

এখন থেকে সপ্তাহের সাত দিনই এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান কর্তৃপক্ষ। প্রতি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে, ৪টা ৪০ মিনিটে বরিশাল থেকে এবং সপ্তাহের অন্যান্য ৬ দিন সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ও ৯টা ৪০ মিনিটে বরিশাল থেকে যাত্রা শুরু করবে বিমান।

ঢাকা থেকে ৭২ যাত্রী নিয়ে বিমানের উদ্বোধনী ফ্লাইট সকাল ৯টা ৩৯ মিনিটে বরিশাল আসে এবং বরিশাল থেকে ৩২ জন যাত্রী নিয়ে ১১টা ৪৪ মিনিটে ঢাকার উদ্দেশে ফিরে যায়।

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ২১ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বরিশাল বিমানবন্দরে এসেছিলে।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়